ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়নের ৩১টি মৌজা বন্যা প্লাবিত হয়েছে। দুধকুমার নদের পাটেশ^রী পয়েন্টে বিপদ সীমার ৫১ সেঃমিটার(সকাল ৯টা) উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এসব এলাকার কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় গবাদিপশু ও ধান চাল নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। ইতিমধ্যে আব্দুল করিম ১৫০০ সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাইকডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শালঝোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর ঢলডাঙ্গা ও পূর্ব ঢলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় , ১ ও ২নং চর ধাউরারকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় , ভরতের ছড়া ও তিলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করেছে এবং স্কুল গুলোতে আসার রাস্তা তলিয়ে গেছে। শালঝোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, তার বিদ্যালয়ে বারান্দা পর্যন্ত বন্যার পানি ঢুকেছে। স্কুলে আসার রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় ছাত্রচাত্রীরা আসতে পারছেনা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেশ উদ্দিন সরকার জানান, ভূরুঙ্গামারীি উপজেলা ৮টি সরকারী প্রাথমিকে পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, (রোববার)বন্যাকবলিত আন্ধারীঝাড়,পাইকেরছড়া, তিলাই, চরভূরুঙ্গামারী ও সোনাহাট ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ১১ মেঃটন চাল বিতরণ চলছে। এর আগে দেড় শতাধিক পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে আরো ত্রাণ বরাদ্দ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *