ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলার ডাক বাংলোয় সকাল ১০টায় পল্লী দারিদ্র বিমোচন (পিডিবিএফ) ফাউন্ডেশন ভূরুঙ্গামারীর আয়োজনে ৩ দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উপন্নয়ন প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এ. কে. এম হাসনাত জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী প্রমুখ। এ প্রশিক্ষনে ২৫ জন মহিলা অংশগ্রহন করে।