ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
‘পরিচ্ছন্ন ভূরুঙ্গামারী- আমাদের অঙ্গীকার’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, গ্রীন ভয়েস, আলোকবর্তিকা, আলোর-দিশারী, ফেসবুক গ্রুপ উই আর ভূরুঙ্গামারী’স পিপল, রোভার স্কাউট, আনসার সদস্য সহ সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করেন। এসময় উপজেলা পরিষদ চত্বর ও জামতলা মোড় এলাকার ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মিফতাউল ইসলাম মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সারোয়ার, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ, আলোর-দিশারীর উপদেষ্টা সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকারীরা বলেন, দেশটা আমাদের, পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আসুন সবাই মিলে দেশটা নতুন ভাবে সাজাই।