স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউপির বেলদহ ডিপেরহাটগামী পাকা রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস,এইচ,এম মাগফুরুল হাসান আব্বাসী।
জানাগেছে উপজেলার বেলদহ গ্রামের মৃত ফটকু আমিনের পুত্র আনিসুর রহমান আনিস দীর্ঘদিন থেকে পাটেশ্বরী বাজার থেকে ডিপেরহাট গামী পাকা রাস্তার সংলগ্ন তার জমিতে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন থেকে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে বিক্রি করে আসায় পাকা রাস্তাটি হুমকির মুখে পড়ে। এলাকাবাসীর অনেকে নিষেধ করা সত্বেও তারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজ অব্যাহত রাখে। এদিকে গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন করা অবস্থায় ড্রেজার মেশিন আটক করে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার জানান,ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ্আইনত দন্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি বলে ড্রেজার মেশিন ২টি জব্দ করে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।