ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে পাট চাষাবাদে আগ্রহ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মোট উপকারভোগী তিন হাজার কৃষকের মাঝে ইউরিয়া,টিএসপি,এমওপি মোট নয় কেজি করে পযার্য়ক্রমে বিতরণের উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান,মূখ্য পরিদর্শক আব্দুল কাদের সরকার, ওসি মুহাঃ আতিয়ার রহমান,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া ও ইউ’পি চেয়ারম্যানবৃন্দ।