রবিউল আলম, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষনা “গৃহহীনদের গৃহদান” কর্মসূচীর আওতায় উপজেলার ৫৩টি গৃহহীন হত দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের ঘর নির্মানের কাজ শেষ।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থা ও ত্রান মন্ত্রনালয়ের আওতাধীন গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি.আর) ও গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর বিশেষ বরাদ্দ দ্বারা গ্রামীন দরিদ্র গৃহহীন জনগোষ্টির জন্য “দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ” প্রকল্প হাতে নেয়া হয়। যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদের জন্য ৮০০ বর্গফুট জায়গায় (প্রায় দুই শতাংশ জমি) রান্নাঘর ও টয়লেট সহ দুই কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা টিনসেট গৃহ নির্মান করা হচ্ছে। প্রতিটি গৃহের জন্য নির্মান ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। ২০৮-১৯ অর্থ বছরে প্রথম পর্যায় ভূরুঙ্গামারী উপজেলার ৫৩টি গৃহের বরাদ্দ দেওয়া হয়। যার মোট ব্যয়ের পরিমান ১,৩৭০,২১৪৩ টাকা।
প্রকল্পের সুবিধাভোগী পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার গ্রামের জয়নাল আবেদীন বলেন আমার মাথা গুজার কোন ঠাই ছিলনা। মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া একটি ঘর আমি পেয়েছি। আমি খুব খুশি। এজন্য মাননীয় প্রধান মন্ত্রীকে অনকে ধন্যবাদ। অপর সুবিধা ভোগী জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের সোনাভান বলেন আগে ভাঙ্গা ঘরে থাকছি, বৃষ্টি হলে ঘরে পানি পড়তো। ইউএনও স্যার দেহি (দেখে) যাইয়া হামাক (আমাকে) একটা ঘর দিছে। এলা আমরা ছেলে-মেয়ে নিয়া পাকা ঘরোত থাকি ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকাখখারুল ইসলাম বলেন, ঘরের কাজ শেষ, টুকিটাকি রংযের ফিনিশিং এর কিছু কাজ বাকী আছে। যা দুই তিন দিনের মধ্যেই শেষ হবে।