ক্রীড়া সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ভূরুঙ্গামারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) মোহসিন আলী, এ অন্যান্যদের মধ্যে সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টু ও প্রধান শিক্ষক আল মাহমুদ প্রমুখ। ৯-১১ আগষ্ট পর্যন্ত উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।