স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীতে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১৯ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। শনিবার সকালে ভূরুঙ্গামারী সদরের সাদ্দাম মোড় ও কামাতআঙ্গারীয়া গ্রামের সরকার পাড়া থেকে দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসকল ভারতীয় গরু আটক করে। কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাউছার গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি কষ্ট করে এসকল গরু আটক করলেও একটি সিন্ডিকেট চক্র নাম মাত্র মূল্যে নিলাম করে সরকারের রাজস্ব আয়ের ক্ষতি করছে।বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে তিনি জানান।