ষ্টাফ রিপোর্টারঃ
মানুষদের নিয়ে ৩১ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। অনুষ্ঠিতব্য তিন ইউপিতে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
গতকাল রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রকৌশলী অফিস থেকে ৩টি ইউনিয়নের ৩৮টি কেন্দ্রে ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এসব সরঞ্জামাদি বিতরন করা হয়।
উপজেলার ৩ ইউনিয়নে চেয়াম্যান পদে ১৫, সংরক্ষিত সদস্য পদে ৩৩ এবং সাধারন সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এসব ইউনিয়নে মোট ৬৩ হাজার ৩শ’ ৫৯ জন ভোটারের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেউতি কুরশা, বড় গাঁওচুলকা, সাহেবগঞ্জসহ ১০টি বিলুপ্ত ছিটমহলের ভোটার সংখ্যা রয়েছে ২৯২ জন।
এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৮টি। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে ২০টি। এগুলোর মধ্যে পাথরডুবি ইউনিয়নে ৫টি, শিলখুড়ি ইউনিয়নে ৫টি, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে ১০টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম জানান, নির্বাচনে আইনশৃংখলা রক্ষার দায়িত্বে প্রয়োজনীয় সংখ্যক আনসার, বিজিবি, পুলিশ, র্যাব, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রয়েছে এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ২ জন আনসার (অস্ত্রধারী) সহ ২২ জন জনবল নিয়োগ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠ অবাধ ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শতভাগ প্রস্তুতি রয়েছে।