ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ১৬.১০.২২
ভূরুঙ্গামারীতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন-২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। পরে আলোচনা সভায় কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক এর সভাপত্তিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য অফিসার আদম মালিক চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোঃ আপেল মাহমুদ প্রমুখ।