কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুঃস্থ ও অসহায় বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্ম সৃজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি ) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আছলাম হোসেন সওদাগর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য কর্ম সৃজনের ৪৫ জনকে ১০ হাজার টাকা ও ১টি হুইল চেয়ার, এবং ৫১ জন প্রতিবন্ধীকে ১টি কম্বল ও ২০০ টাকা করে প্রদান করা হয়।
এসময় কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,ভুরুঙ্গামারী থানার ইন্সপেক্টর(তদন্ত)আজাহার আলী,নাগেশ্বরী ডিগ্রী কলেজের ফ্রভাষক রেজাউল করিম রেজাসহ উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।