ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে ভূরুঙ্গামারীর চলমান ঘটনা ও সোনাহাট স্থলবন্দরের বিষয়ে তাদের অবস্থান পরিস্কার করা হয়। এছাড়া ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জামাদুস সানী জুয়েল,ইয়াকুব আলী শ্রাবণ,ওয়াছি আনান অন্তিম ও রায়হান আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয় সোনাহাট স্থলবন্দর নিয়ে প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা গত ১৭ আগস্ট কিছু অভিযোগের ভিত্তিতে সোনাহাট স্থলবন্দরে গিয়ে সেখানকার দুর্নীতি খুঁজে বের করার চেষ্টা করে। তবে তারা সেখানে দুর্নীতির সন্ধান পায়নি। পরে শিক্ষার্থীরা জানতে পারে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি তার ব্যক্তিস্বার্থ হাসিল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিথ্যা তথ্য দিয়েছেন।

অপরদিকে সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের স্থলবন্দর থেকে সরে আসতে বলেন। এতে শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে সোনাহাট স্থলবন্দর নিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন যোগসূত্র নেই।

এছাড়া ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে ছাত্র পরিচয় দিয়ে কিছু সংখ্যক উশৃংখল ছেলে ভাংচুর, চাঁদাবাজি, মারামারি ও জমি দখল ইত্যাদি কাজ করছে। এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই। একজন ছাত্র এমন কাজ করতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব কাজের তীব্র নিন্দা জানাই।

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *