ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ভারতে পাচার করার উদ্দেশ্যে আনা সাড়ে ৫হাজার কেজি ধানের বীজ আটক করেছে ২২-বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি’র নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিয়াডাংগা বিওপির সদস্যরা এই ধান বীজ আটক করে।
কুড়িগ্রাম-২২ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপি ক্যাম্পের সুবেদার শামছুল হক’র নেতৃত্বে টহল টিম সীমান্ত পিলার নম্বর ৯৮০ এর ১৪-এস (শূন্য লাইন) হতে আনুমানিক ৬০০/৬৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলডাংগা বাজারে একটি পরিত্যক্ত গোডাউন হতে স্থানীয় জনপ্রতিনিধিসহ জন সাধারণের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতে পাচারের উদ্দেশ্যে পূর্ব হতে লুকিয়ে রাখা ৫হাজার ৪শ কেজি ধানের বীজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ধানের বীজের আনুমানিক সিজার মূল্য-২১লাখ ৬০হাজার টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ধানের বীজ কাস্টমের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *