ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “মা” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই মা সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান রোজেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফর রহমান,সহকারী প্রধান শিক্ষক এ টি এম খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, অভিভাবক সেলিমা খাতুন প্রমুখ। আলোচনা সভায় সভাপতি মায়েদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের পাঠ্যবই এর পাশাপাশি নৈতিক শিক্ষার উপর মায়েদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। শেষে শিক্ষর্থীরা মায়েদের পায়ে পানি দিয়ে পা ধুয়েদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।