ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত মেসার্স সাহা ফিলিং ষ্টেশনে অকটেন, পেট্রোল ও ডিজেল বিক্রি করার সময় মাপে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৯ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে কয়েকজন ব‍্যক্তি মোটর সাইকেল এর তেল তুলতে সাহা ফিলিং ষ্টেশনে যান। তেল নেওয়ার পর মাপে কম দিয়েছে মনে হলে তারা ঘটনাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্নয়কদের জানান। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার স্বমন্নয়করা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তারা ২.২৫ লিটারের একটি বোতলে তেল নিয়ে ১৩.৫৬ টাকার তেল কম পান। এই সংবাদ ছড়িয়ে পড়লে আশ পাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফিলিং ষ্টেশনটি আপাতত বন্ধ রাখতে বলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী স্বমন্নয়ক মোঃ সানি ও মোজাম্মেল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মাপে কম দেওয়ার বিষটি নিশ্চিত হয়ে আপাতত ফিলিং ষ্টেশনটি বন্ধ রাখতে বলেছি।

সাহা ফিলিং ষ্টেশনের ম‍্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, গত কাল থেকেই আমাদের তেলের মজুদ শেষ পর্যায়ে পৌছেছে। তেলের লেভেল নীচে নেমে গেলে মাপে সামান‍্য একটু তারতম‍্য হয়। ছাত্ররা আপাতত পাম্প বন্ধ রাখতে বলেছে। নতুন তেল আসলে পুনরায় তেল বিক্রি শুরু হবে।

উল্লেখ্য, মাপে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম অফিস মেসার্স সাহা ফিলিং ষ্টেশনকে একাধিকবার অর্থ জরিমানা করেছেন বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *