ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীতে মুজিব বর্ষ উপলক্ষে মুজিববর্ষ সড়ক এবং ২ হাজার ২০টি গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে ভূরুঙ্গামারীর বিজয় স্তম্ভ সড়ক থেকে সোনাহাট জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটিকে মুজিব বর্ষ সড়ক নামকরণ ও সড়কের দু’ধারে ২ হাজার ২০টি গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।