ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
”হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুল ছাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় মেয়েশিশুবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় সেনোরা স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ন্যাপকিনগুলো সংরক্ষণের জন্য কনটেইনার সরবরাহ করা হয়েছে। অপ্রত্যাশিত পিরিয়ড এর সমস্যাজনিত কারণে কোন ছাত্রীকে যেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় এবং সেজন্য কোন মেয়েশিশুকে ক্লাশ নষ্ট করতে না হয় সেজন্য উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম বলেন ন্যাপকিন নিশ্চিতকরণের মাধ্যমে মেয়েশিশুবান্ধব পরিবেশ নিশ্চিত এর দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো একধাপ এগিয়ে গেল। এ মহৎ উদ্যোগের ফলে মেয়েশিশুদের উপস্থিতির হার বেড়ে যাবে। যা সার্বিকভাবে শিক্ষার গুনগত মান উন্নয়নে অবদান রাখবে। উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম. মাগ্ফুরুল হাসান আব্বাসী, বলেন আমরা মেয়েশিশুদের ভবিষ্যৎ উন্নয়নে কিছু ইনোভেটিভ উদ্যোগ গ্রহণ করেছি। এর আওতায় মেয়েশিশুদের শিক্ষাবৃত্তি প্রদান করছি, বাইসাইকেল প্রদান করছি, মেয়েদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছি, গরীব মেধাবী ছাত্রীদের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনার চেষ্ঠা করছি। পাশাপাশি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করার চেষ্ঠা করছি। আমরা অত্র উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট ও স্কাউটস এর কার্যক্রম বেগবান করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছি, আমরাদের ছাত্র/ছাত্রীরা যাতে সুনাগরিক হিসেবে দেশের কল্যাণে অবদান রাখে। প্রতিষ্ঠানে ন্যাপকিন বিতরণ মেয়েশিশুদের কনফিডেন্স বৃদ্ধি করবে। আশার কথা হচ্ছে একটি সমন্বিত প্রক্রিয়া চর্চার মাধ্যমে আমরা বাল্যবিবাহ দূরীকরণেও একটি টেকসই উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি। বর্তমানে উপজেলা বাল্যবিবাহের হার ৫ শতাংশের একটু বেশী। আমাদের মেয়েরা লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত মানুষ হবে এটাই প্রত্যাশা। প্রতিষ্ঠানে মেয়েশিশুবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে বাল্যবিবাহের হার শূন্য করা এবং ১৮ বছরের নিচে বাল্যবিবাহের এক-তৃতীয়াংশে নামিয়ে আনতে সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পটি কাজ করছে। উল্লেখ্য যে, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন