ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় অর্ধশতাধিক পরিবারের লোকজন সহ জনসাধারনের যাতায়াতের চরম দুর্ভোগ। প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
জানাগেছে প্রায় ৪০/৫০ বছর থেকে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের আনোয়ারুল হক সাংবাদিকের মোড় থেকে নলেয়া সাহাপাড়া পর্যন্ত একটি রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২ শতাধিক জনসাধারণসহ ছাত্র/ছাত্রীরা যাতায়াত করে। ঐ গ্রামে মৃত আবুল হোসেনের পুত্র ছদরুল ইসলাম সানু ৩০ বছর থেকে জমি কিনে বসবাস করে আসলেও রাস্তার জমি দখল সীমানা প্রাচীর নির্মাণের জন্য গত বৃহস্পতিবার রাস্তার উপর বেড়া দিয়ে বন্ধ করে দেয়। সর্বসাধারণের চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেয়ায় ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী প্রায় অর্ধশতাধিক পরিবারের লোকজনসহ ছাত/ছাত্রীরা যাতায়াতে চরম দুর্ভোগসহ অনেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। এলাকার বয়োজেষ্ঠ মোহাম্মদ আলী সহ অনেকেই জানান,রাস্তাটি বন্ধ করে দেয়ায় ঐ রাস্তাদিয়ে যাতায়াতকারী লোকজন সহ বসবাসকারী অর্ধশতাধিক পরিবার প্রায় অবরুদ্ধ হয়ে পরায় ভুক্তখোগীদের মধ্যে চর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল জানান,এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমি রাস্তাটি আজ পরিদর্শন করেছি। স্থানীয় ইউপি সদস্য সহ জনসাধারনের যাতায়াতের রাস্তা উম্মুক্ত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে জরুরী ভিত্তিতে প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহন না করলে যেকোন মুহুর্তে রাস্তা বন্ধকারী ও এলাকাবাসীর মধ্যে যেকোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনার সুত্রপাত হতে পারে বলে আশংকা করেছে সুধীমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন