ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা :
ভূরুঙ্গামারীতে সদ্য বিলুপ্ত ছিটমহলে দারিদ্র বিমোচনে হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা বাছুর(গরু) বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে সদস্যকে মাঝে বকনা বাছুর গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম। এসময় বাস্তবায়নকারী সংস্থা শিলখুড়ি ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হক,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সমিতির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে শিলখুড়ি ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি শিলখুড়ি ইউনিয়নের ছিটমহল গাড়ালঝোড়া-১ ও গাড়ালঝোড়া-২ এর ২২ জন হতদরিদ্রের মাঝে বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেয়। প্রথম দফায় ১৩ টি পরিবারের মধ্যে এই বাছুর বিতরণের পর শনিবার ৬ টি৷ বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়।