কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানায় আটকদের হস্তান্তর করে র‍্যাব-১২। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেনআটকরা হলেন- উপজেলার পশ্চিম পাথরডুবি গ্রামের মহির উদ্দিন (৩৮), আবদুর রাজ্জাক (৩২) ও মাঈদুল ইসলাম (৩০)।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৪০৮ পিস ইয়াবা, তিনটি মোবাইল, তিনটি সিমকার্ড ও নগদ দুই হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার জানান, এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন