ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনালী ব্যাংকের বিদায়ী ও নবাগত শাখা প্রধানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকেলে সোনালী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
ভূরুঙ্গামারী শাখার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী শাখা প্রধান করেন্দ্র নাথ রায় ও নবাগত শাখা প্রধান সেকেন্দার আলীকে এই সংবর্ধনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনালী ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান শহিদ মু: গোলাম সরওয়ার মন্ডল ও সাবেক শাখা ব্যবস্থাপক আবুল কালাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী তার বক্তব্যে বলেন, সোনালী ব্যাংক বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে গ্রাহকদের ৫১ প্রকারের সেবা প্রদান করছে। গ্রাহক সেবার পরিধি বাড়াতে ভূরুঙ্গামারীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ চালু হবে।