ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশাসন বাস্তবায়নের জন্য শিক্ষা (সুবাশ) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা হলরুমে সংস্থার সভাপতি শাহরিয়ার দীপের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, শিল্পকলা একাডেমির সম্পাদক সরকার রকীব আহমেদ, ব্যবসায়ী ও সমাজসেবক ফকরুজ্জান জেট, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংস্থাটির উদ্বোধন ঘোষণা করা হয়। উল্লেখ্য উপজেলার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিরা এ সংস্থার মাধ্যমে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবেন বলে তারা জানান।