15-5-17-taka
ভূরুঙ্গামারীতে ৩৭ হাজার জাল টাকা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় আমিনুর ইসলাম নামের এক ব্যক্তি গাইবান্ধা জেলার অগ্রণী ব্যাংক নলডাঙ্গা শাখায় ১ লাখ ৩০ হাজার টাকা অনলাইন ট্রান্সফার করতে এলে জাল টাকাগুলো ব্যাংক কর্তৃপক্ষের নজরে পড়ে। অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক পবিত্র কুমার বিশ্বাস জানান, তাদের কাছ থেকে ৩৭টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। পরে জাল টাকা রাখার দায়ে আমিনুর ইসলাম ও আঃ জলিলকে পুলিশে সোর্পদ করা হয়েছে। আমিনুর ও জলিল উভয়ের বাড়ি উপজেলার শিলখূড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা শিকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন