এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৪র্থ শ্রেণীতে পড়–য়া এক শিশু ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষনের শিকার ওই ছাত্রীর বয়স নয় বছর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি সোমবার উপজেলার দেওয়ানের খামার গ্রামে নানার বাড়ীতে বেড়াতে গেলে প্রতিবেশী একই গ্রামের আজগরের পুত্র শহিদুল (৩৮) তাঁকে কাঁঠাল পাতা পেড়ে দিতে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। শিশুটির আত্মচিৎকারে বিষয়টি জানা জানি হয়। নির্যাতনের ফলে অসুস্থ্য শিশুটিকে সুস্থ করতে লম্পট শহিদুলের আত্মীয় স্বজন প্রথমে হোমিও চিকিৎসা করায়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শরীরিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ শিশুটিকে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, বিষয়টি মুখে মুখে শুনছি, এখন পযর্ন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
শিশুটির অভিভাবক তার সুচিকিৎসার কারনে জেলা সদরে অবস্থান করায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নাই।