ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো সুপারির বস্তার ভেতর লুকিয়ে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এঘটনায় পুলিশ শামীম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছে সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভূলতা ইউনিয়নের মৃত তাইজুল ইসলামের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, সুপারির বস্তার ভেতর থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।