ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর দুধকুমর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে বুধবার বিকাল ৩.৩০ মিনিটের সময় উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর মৌজার সামাদের ঘাট নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়।থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে লাশটি ভারত থেকে ভেসে বাংলাদেশে এসেছে। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,ইতিমধ্যে লাশটি ভারতীয় নাগরিক বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।