ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া হেলিপ্যাড এলাকায় দীর্ঘদিন থেকে চলে আসা ২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দিল কোটা বিরোধী আন্দোলনের পাইকেরছড়ার শিক্ষার্থীরা। এলাকাবাসী জানায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া হেলিপ্যাড এলাকায় দীর্ঘদিন থেকে মন্ডল মিয়া,জামির আলীর পুত্র জাহিদুল ইসলাম ও আষাঢ়ু মিয়ার পুত্র এলাম মিয়া বাড়ীতে মদ,ফেন্সীডিল ইয়াবা এনে বিক্রি করে আসছিল। সেই সাথে বিভিন্ন এলাকা থেকে সুন্দরী পতিতা এনে বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে আসছিল। এতে এলাকায় মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিপুর্বে কয়েকবার হাতে নাতে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করলেও জামিনে এসে কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীদের ম্যানেজ করে আবারও শুরু করে মাদক ও দেহ ব্যবসা। ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের পর রাজনৈতিক নেতারা গাঁ ঢাকা দিলেও তাদের মাদক ও দেহ ব্যবসা অব্যাহত রাখে। কোটা বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা গত ২৩ আগষ্ট স্থানীয় পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ করার সময় স্থানীয়া চিহ্নিত মাদক ও দেহ ব্যবসায়ী মন্ডল মিয়া,জাহিদুল মিয়া ও এলাম মিয়ার বাড়ি থেকে মাদক ও দেহ ব্যবসা বন্ধের জোর দাবী জানায়। সমাবেশ শেষে ঐ তিন ব্যবসায়ীকে ৭২ ঘন্টার মধ্যে মাদক ও দেহ ব্যবসা বন্ধসহ এলাকা ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দিলেও তারা কর্নপাত না করায় ২৬ আগষ্ট সোমবার দুপুর ১২ ঘটিকার সময় পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,পাটেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এলাকার সচেতন মহল মন্ডল মিয়া ও এলাম মিয়ার বাড়ি ভেঙ্গে দেয় এবং জাহিদুল ইসলাম ৭২ ঘন্টার মধ্যে বাড়ি ভেঙ্গে নিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেয়। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেন।