ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ আড়াই মাস পার হয়ে ভোলাহাট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার যোগদান করে অভিভাবক শূন্যতা পূরণ হয়েছে। গত ১৫ মে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে যোগদান করে বৃহস্পতিবার কর্মস্থলে নবাবগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হাসান যোগদান করলে কর্মচাঞ্চল্য ফিরে পায়। তিনি ২৯তম বিসিএস ব্যাচের। তার বাড়ী পঞ্চগড়ের সদরে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সর্বচ্চো ডিগ্রী অর্জন করেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পর ভোলাহাট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, উপজেলার সকল স্তরের মানুষ এবং দলমত নির্বিশেষে সকলের সমন্বিত সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে ভোলাহাট উপজেলাকে একটি আদর্শ উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন