ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃংখলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির উন্মুক্ত আলোচনা সভা বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ ফাছির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল জব্বার ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যানগণ-আব্দুল কাদের, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও মশফিকুল ইসলাম তারা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক ও কলেজ-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম, প্রেসকøাবের সভাপতি তাজাম্মুল হক আরাফাত, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সুধীজনেরা। বক্তাদের বিভিন্ন মতামতের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, রমজানের পবিত্রতা বজায় রেখে উপজেলার বিবিধ সমস্যার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহরোধ, জঙ্গিদের আশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদাণ করেন।