photo-2

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের মান্নুমোড়স্থ কালিনগর গ্রামে সম্প্রতি কালিনগর আনন্দ মেলা চলতে চলতে সংগত কারণে বন্ধ হয়ে যায়। ফলে ২০ বছরের ঐতিহ্যবাহি সামাজিক অঞ্জলি যাত্রাপালার ৪৩জন নারী-পুরুষ বিভিন্ন চরিত্রে শিল্পী আটকে পড়েছে। মেলা বন্ধ হওয়ায় মেলা কমিটির ব্যক্তিরা তাদের ছেড়ে গা ঢাকা দিয়েছেন। যার কারণে যাত্রাপালার শিল্পীরা প্যান্ডেলের ভিতরে না খেয়ে চরম অর্থাভাবে পড়েছেন। তারা অর্থাভাবে নিজ গন্তব্য চুয়াডাংগার আলমডাংগায় ফিরে যেতে পারছেন না। এলাকাবাসী জানান, যাত্রাপালার শিল্পীদের গ্রামের বাড়ী বাড়ী গিয়ে চাল ডাল নিয়ে এসে খাওয়ার যোগান দেয়া হচ্ছে। তারা ঐতিহ্যবাহী যাত্রাপালা ক’দিন পরিচালনা করে তাদের বাড়ী ফিরে যাবার জন্য অর্থ আয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য সুপারিশ করেছেন। এদিকে এ যাত্রাপালার অভিনেত্রী সোনালী জানান, তারা ৫দিন ধরে মেলায় এসে মেলা বন্ধ থাকায় না খেয়ে খোলা আকাশের নিচে জীবন-যাপন করছেন। মেলা পরিচালনা করার সুযোগ পেলে পেট ভরে খাওয়া ও বাড়ী ফিরে যাওয়ার একটা ব্যবস্থা হতো বলে প্রতিবেদককে জানান। অপর একজন অভিনেতা মজিদুল ইসলাম জানান, তারা পাঁচদিন থেকে মেলায় এসে মেলা বন্ধ থাকায় গ্রামের মানুষের কাছ থেকে এক প্রকার ভিক্ষা করে চাউল এনে এক সন্ধ্যা খাওয়ার ব্যবস্থা কোন রকম হচ্ছে বলে ডুকরে কেঁদে ফেলেন। যাত্রাপালার পরিচালক ও প্রধান চরিত্রের অভিনেতা মোস্তাফিজুর রহমান জানান, তাদের যাত্রাপালা সম্পূর্ণ সামাজিক কোন অশ্লীলতা নাই স্ব-পরিবারে উপভোগ করতে পারবেন। তার নিয়ন্ত্রণে ৪৩জন শিল্পী রয়েছেন। মেলা বন্ধ থাকায় ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছে। মেলা কমিটির লোকজন গা ঢাকা দিয়েছে। যার ফলে বাড়ী ফিরে যেতে পারচ্ছেন না এবং শিল্পীদের সম্মানী দেয়া তো দূরের কথা তিন বেলা খাওয়াটা দিতে পারছেন না। প্রশাসনিক ভাবে ৪৩জন শিল্পীদের মানবেতর জীবন-যাপনের কথা বিবেচনা করে যাত্রাপালা পরিচালনা করার অনুমতির দাবী করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন