ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাট উপজেলা প্রশাসনে শূন্য থাকা ইউএনও’র পদটি পূরণ হল রবিবার। গত ২৮ ডিসেম্বর পদটি শূন্য হওয়ার পর ইউএনও হিসেবে যোগদান করলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি ২৯তম বিসিএস ব্যাচে ম্যাজিষ্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন। তিনি চট্রোগ্রামের পটিয়া উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে এসে ভোলাহাট উপজেলায় যোগদান করলেন ইউএনও হিসেবে। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স করেন পশুপালনের উপর এবং সেখান থেকে এমএসসি করেন পশু বিজ্ঞানের উপর। তিনি কুড়িগ্রামের রোমারী উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব মৃতঃ নুরুল ইসলামের ছেলে। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত। এক পুত্র সন্তানের জনক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন। নতুন উপজেলায় যোগদান করে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে সরকারের দেয়া সকল উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।