ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা শনিবার সকাল ১১টায় মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে আয়োজিত সহকারী প্রধান শিক্ষক এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন, দুপ্রক’র সহসভাপতি আলহাজ্ব নৈমুদ্দিন আহমেদ(অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, দুপ্রক’র সাধারণ সম্পাদক আব্দুল কাদির। ‘বন্ধে হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সহকারী শিক্ষক রানাউল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, মনিরুজ্জামান, ইয়ারুল ইসলাম, সাইদুর রহমান, শাহনাজ খাতুন, মৌসুমী খাতুন, ছাত্রছাত্রীদের মধ্যে-নুরে আলম ও আশফিয়া খাতুন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি, সুধীজন, শিক্ষকম-লী ও সকল ছাত্রছাত্রী দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের শপথ বাক্য পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।