ভোলাহাট সংবাদদাতাঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফাসির উদ্দীন। বৃহস্পতিবার বিদায়ী অফিসার ইনচার্জ মহসিন আলী সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ ফাসির উদ্দীনকে শুভেচ্ছা জানিয়ে তার দায়িত্বভার হস্তান্তর করেন। জানা গেছে, সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ ফাসিরু উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় দীর্ঘ দিন ধরে কর্মরত থেকে বৃহস্পতিবার বিকেলে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। অন্যদিকে ওসি হিসেবে ভোলাহাট থানায় নানা ব্যর্থতা ও কিছু সফলতার মধ্য দিয়ে দীর্ঘ দিন ভোলাহাট থানায় অফিসার ইনর্চাজের দায়িত্ব পালন শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হিসেবে বদলী হন। উপজেলাবাসি নবাগত অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীনের নিকট আইন শৃংখলার ক্ষেত্রে সচেতন থাকা এবং আইন আইনের গতিতে চালিয়ে যাওয়ার দাবী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *