ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাট উপজেলার সর্বপ্রথম ও বৃহৎ কলেজ ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবীতে শিক্ষক অভিভাবক ও ছাত্র/ছাত্রীরা ভোলাহাট মেডিকেল মোড়ে বুধবার ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে মানববন্ধন করে এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। দুপুর ১টার সময় কলেজের সকল শিক্ষক অভিভাবক ও সহস্রাধীক ছাত্র/ছাত্রী ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সর্বপ্রথম স্থাপিত কলেজে বর্তমানে ১হাজার ২শত শিক্ষার্থী রয়েছে এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় ছাত্র/ছাত্রী উভয় শিক্ষার্থীরা পড়া-লেখার সুযোগ গ্রহণ করে। কিন্তু ভোলাহাট মহিলা কলেজ জাতীয়করণে হলে শুধুমাত্র ছাত্রীরাই অংশ গ্রহণ করলেও ছাত্ররা সুযোগ বঞ্চিত হবে। এদিকে স্মারকলিপিতে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৫ সালে এ মহাবিদ্যালয় মাঠে জনসভায় অংশ গ্রহণ করে জাতীয়করণ করার ঘোষণা প্রদান করেন। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষনার পরও কলেজটি জাতীয়করণ থেকে নেপথ্যর কারণে বঞ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রীর জাতীয়করণের ঘোষনা বাস্তবায়ণে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয় মানববন্ধন থেকে। এদিকে কলেজটি জাতীয়করণ থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসি ক্ষুদ্ধ ও মর্মাহত হয়েছেন বলে এলাকার সচেতনমহল জানিয়েছেন। এদিকে সচেতনমহল দাবী করেন, এ কলেজটি জাতীয়করণ হলে উপজেলার নারী-পুরুষ উভয়ে পড়া-লেখার সুযোগ পাবে।