ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কক্ষে সোমবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার মাহবুব হাসান(ভারপ্রাপ্ত)র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ওয়াসিম আহসান, ডাঃ এবিএম ফেরদৌস রহমান, ভোলাহাট থানা উপ-পরিদর্শক আজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফ, ব্র্যাক পিও রুনা পারভিন। আগামী ১৪ জুলাই’১৮ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন যথাযথ ভাবে পালনে স্বাস্থ্য কমপ্লেক্স কোষাধ্যক্ষ খাইরুল ইসলামের পরিচালনায় উপজেলার গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।