ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এলাকায় অভিযান চালিয়ে মো. রয়েল নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, সে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এছাড়া তার বিরুদ্ধে খুনসহ আটটি মামলা আছে বলে জানিয়েছে তারা।মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভোলাহাট উপজেলার চামামুশরীভূজা গ্রামের মতলেবুরের ছেলে রয়েলকে(৩৫)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম জানান, রাতে নাচোল থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামামুশরীভূজা গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে রয়েলকে গ্রেফতার করা হয়।গ্রেফতার রয়েল ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ও আ.লীগ নেতা দুরুল হোদা হত্যা মামলাসহ আটটি মামলার আসামি বলে জানিয়েছেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মহসিন আলী জানান, রয়েলের গ্রেফতারের বিষয়ে তিনি শুনেছেন। তার বিরুদ্ধে ৮/১০টি বিভিন্ন প্রকার মামলা রয়েছে কি মামলায় ডিবি গ্রেফতার করেছে তা তিনি জানেন না বলে জানান।