ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঘুর্ণিঝড় বয়ে গেলে আম ফাউন্ডেশনের আড়ৎদারের প্রায় ১০ হতে ১২টি টিনসেট ঘর ও উপজেলার বিভিন্ন জায়গা-শিকারী, হোসেনভিটার বসতবাড়ীর টিনসেট এবং আমগাছসহ আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০লাখ টাকা। সরজমিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুর্নিঝড় বয়ে গেলে সদর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ভোলাহাট আম ফাউন্ডেশনের প্রায় ১০/১২ঁজন আড়ৎদারের টিনসেড ঘরের টিন সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। যার ক্ষতির পরিমান ১৫/২০লাখ টাকা বলে জানান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু। অপরদিকে একই সময় উপজেলার শিকারী গ্রামের লুৎপুর রহমানের ছেলে মনিরুল ইসলামের(৪০) ১টি কষ্টার্জিত ছোট্ট চায়ের দোকান সম্পুর্ণ দমড়ে-মুচড়ে গেছে। অন্যান্য ক্ষতিগ্রস্থরা-একই গ্রামের সামিরুলের স্ত্রী অসহায় মহিলা জরিনা বেগমের(৩০), মৃত জোহাক আলীর ছেলে আব্দুস সামাদ(৫৬), আব্দুল মাতিনের ছেলে আব্দুল হালিম(৩৫), সাহেবজানের ছেলে চুটু(৪০) ও হোসেনভিটার মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন(৩৫)। এলাকায় বসতবাড়ীর টিনসেট ও আমগাছসহ আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, গত বছরের ঝড়ে শিকারী বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগারের ১টি টিনসেড ঘর ঝড়ে সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হলেও এ পর্যন্ত কোনপ্রকার বরাদ্দ পাওয়া যায়নি বলে জানান ক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। এ ব্যাপারে এলাকাবাসী ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।