ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দূর্নীতি প্রতিরোধমূলক মতবিনিময় সভা সোমবার খালেআলমপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতি হলে শেষ নিজে বাঁচবো বাঁচবে দেশ’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে মতবিনিময় সভায় বিদ্যালয় প্রধান শিক্ষক হাফিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদূপ্রক’র সদস্য সচিব আব্দুল কাদির, সদস্য সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, ইউপি সভাপতি আলহাজ্ব আনেস আলী, সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আকবারুল হক। বিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক আব্দুস সামাদের পরিচালনায় সহকারী সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আইনাল হক, রেজাউল করিম, হেলাল উদ্দিন, আজিজুর রহমান, আসাদুল হক, মোস্তাফিজুর রহমান, মাকসুদা বেগম, ছাত্রদের মধ্যে সুমন আলী, রিফা খাতুনসহ অন্যরা। সভায় স্বাগত ও দূর্নীতি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন, উদূপ্রক’র সদস্য সচিব আব্দুল কাদির। সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন