ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থেকে তার বিভিন্ন উন্নয়নমূল কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে লিপলেট বিতরণের মধ্য দিয়ে বুধবার ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মেডিকেল মোড়স্থ ভোলাহাট প্রেসক্লাব সংলগ্ন থেকে স্থানীয় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগের উদ্বাধন করেন ভোলাহাট উপজেলা আলীগ শাখার সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ। এ সময় সাবেক এমপি জিয়াসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আলীগ সহ সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য হোসনে আরা পাখি, সদস্য পিয়ার জাহান, আলীগ নেতা মসলেম উদ্দিন, উপজেলা আলীগের সাবেক যুগ্ম সম্পাদক আফরাজুল হক বাবু, গোহালবাড়ী আলীগ শাখার সাধারণ সম্পাদক নিয়ামত আলীসহ স্থাণীয় আলীগ, উপজেলা শ্রমীকলীগ সভাপতি নুরুল ইসলামসহ যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে মেডিকেল মোড়, কলেজ মোড়, অহলিদাগী, আমফাউন্ডেশন, বাসষ্ট্রান্ড, অফিসপাড়া, বজরাটেক, মুন্সিগঞ্জ, কানারহাট, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ বাজারসহ বিভিন্ন স্থানে সাবেক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে রাত ১০ পর্যন্ত লিপলেট বিতরণ করেন এভং নৌকায় ভোট প্রার্থনা করেন।