ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত রবিবার ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা বিএনপি শাখার সিনিয়র সহ সভাপতি মাহাতব উদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক ও ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, রহনপুর পৌর মেয়র ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক তারিক আহমেদ, ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, ভোলাহাট বিএনপি শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম Íঞ্জু, নাচোল উপজেলা বিএনপি শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মজিদুল হক, গোমস্তাপুর উপজেলা বিএনপি শাখার সাধারণ সম্পাদক ইসরাফিল হক, নাচোল পৌর বিএনপি’র সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দূরুল হোদা, গোমস্তাপুর উপজেলা বিএনপি শাখার সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল, পরিবেশক বিষয়ক সম্পাদক গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা যুবদল সভাপতি ওবাইদ পাঠান, ভোলাহাট যুবদল সাধারণ সম্পাদ মন্সুর আলী, শিবগঞ্জ যুবদল সভাপতি জাহিদ হাসান, ভোলাহাট ছাত্রদল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক কায়সার আহমেদসহ অন্যরা। এ’ছাড়াও আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী সর্মথকগণ উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ দূরুল হোদা। উল্লেখ্য এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র নতুন কমিটির সাধারণ সম্পাদকসহ উপস্থিত অন্যান্য নেত্রীবৃন্দকে উপজেলা বিএনপি শাখার নেত্রীবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য এক সাথে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *