ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন বিএনপি শাখা আয়োজিত উপজেলা বিএনপি’র ইফতার মাহফিলের প্রস্তুতি সভা শনিবার বিকেলে মোহবুল্লাহ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আগামী ৩০ মে বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিলের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক প্রভাষক আল হেলাল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারূল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সহসভাপতি বাবর আলী বিশ্বাস, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, সিনিয়র সহ সভাপতি মাহাতাব উদ্দিন, সহসভাপতি ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ কামালউদ্দিন, সদস্য মইনুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মুন্সুর আলী, সাংগঠনিক সম্পাদক লাল দেওয়ান, উপজেলা ছাত্রদল সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, উপজেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক বিএম রুবেল আহমেদ। সভায় আগামী ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী সফল করতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করার আহবান জানানো হয়। ইফতারের পূর্ব মুর্হূতে বিশেষ দোয়া পরিচালনা করেন মাও. আনিসুর রহমান।