ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলা ও অপরাধের সাথে জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন জানান, শুক্রবার দিনভর তার নির্দেশে এএসআই নাজমুল হোসেন, এএসআই মাসুদ রানা, এএসআই আবুল কালাম সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত চার জানকে গ্রেফতার করে। হেরোইনসহ গোপিনাথপুর গ্রামের হেফাজুদ্দিনের ছেলে হেলালউদ্দিন(৩৮), বিস্ফোরক মামলার আসামী বারইপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে সোহেল(৩০), প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাবেক ইউপি সদস্য রাধানগর গ্রামের মৃতঃ ফকির শেখের ছেলে ফারুক হোসেন(৪০) ও মাদক সেবী গোহালবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে নাজির(২৩)। গ্রফতারকৃতদের মধ্যে নাজিরকে মোবাইল কোর্টে ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। বাঁকীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *