ভোলাহাট(চাঁপাইনবাবগহ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মরা গরু জবাই করার দায়ে এক ব্যক্তিকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোহালবাড়ী গ্রামের দীন মোহম্মদের ছেলে কসাই মাহবুবুর রহমান(৪২) মরা গরু জবাই করে। সে উপজেলার যাদুনগর গ্রামে ভারত থেকে মহানন্দা নদীতে ভেসে আসা মরা গরু উদ্ধার করে। পরে মরা গরু জবাই করে পলেথিনে ঢেকে ভ্যান যোগে গোহালবাড়ী নিয়ে আসার পথে উজেলা পরিষদ আম চত্বরে পুলিশ খবর পেয়ে এএসআই নাজমুল হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্য তাকে আটক করে। পরে তাকে বুধবার সকালে উপজেলা ভূমি অফিসে হাজির করে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার(ভূমি) মাসুদুর রহমান মাসুদ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে ১ বছরের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় আরো ২জন মাদক সেবী চরধরমপুর গ্রামের আজাহারের ছেলে আপেল(২৫) ও চাঁনশিকারী গ্রামের আব্দুস সামাদের ছেলে রজব আলী(২৭)কে আটক করে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক উভয়কে পৃথক ভাবে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।