ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে মাথায় ইট মেরে বিআরটিসি টিকিট মাষ্টারের মাথা ফাটালো মাদক ব্যবসায়ী। অভিযোগে জানা গেছে, বিআরটিসি বাস মাষ্টার তাঁতীপাড়া গ্রামের নুরুল হোদার ছেলে জহরুল হক(৩৮) বুধবার বিকেল ৬টার সময় নিজ বাড়ী থেকে কর্মস্থল মেডিকেল মোড়ের প্রেসক্লাব সংলগ্ন বিআরটিসি টিকিট কাউন্টার আসার পথে ঝাউবোনা গ্রামের এবাদত আলী(জঙ্গল) এর বাড়ীর সামনে গতিরোধ করে মাদক ব্যবসায়ী আনসার আলীর ছেলে পিয়ার(৩২)। গতিরোধ করে তার মা আঙ্গুরি খাতুনকে জেলে পাঠার অজুহাত এনে ইট দিয়ে মাথায় আঘাত করে। আঘাতের সাথে সাথে জহরুল মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। উল্লেখ্য গত মঙ্গলবার মাদক ব্যবসায়ী পিয়ারের মা আঙ্গুরি খাতুনকে তার বাড়ী থেকে ২ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে মোবাইল কোর্টে ৬ মাসের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দিয়ে জেলহাজতে পাঠানো হয়। জহরুল হক এ মামলার স্বাক্ষী দেয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে জহরুল হক জানান। আহত জহুরুলের ব্যাপারে দায়িত্বরত চিকিৎসক শওকত আলী জানান, মাথায় আঘাত পেয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। তবে অবস্থার উন্নতি হবে। এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মহসিন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।