ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদক সম্রাট নুরআলম অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার এসআই রেজাউল করিম ও এএসআই আজাদ হোসেন সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে উপজেলার বজরাটেক গ্রামের ঈদগাহপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে নুরআলম(৩৫) কে তার নিজ বাড়ীতে ২০পিচ ইয়াবসহ তাকে গ্রেফতার করে। পরের দিন আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, অফিসার ইনচার্জ মহসীন আলী। উল্লেখ্য নুরআলম দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।