ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রম চলে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত। এ সময় সদস্য সচিব হিসেবে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন, উপজেলা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ডাঃ আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য আফসার হোসেন, কেন্দ্রীয় কমান্ডের প্রতিনিধি সদস্য রাব্বুল হোসেন ও জেলা কমান্ডের প্রতিনিধি একরাম হোসেন। এছাড়াও ভোলাহাট উপজেলার লাল মুক্তিবার্তার নামধারীগণ উপস্থিত থেকে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই এ অংশ গ্রহণ করেন। ভোলাহাট উপজেলায় মোট ২০৬জনের যাচাই-বাছাই হয় এর মধ্যে জামুকা ১জন, অনলাইন আবেদনকারী ৫জন, গেজেটভূক্ত ৪০জন, সেনা গেজেটের ২জন (১) উপজেলার গোহালবাড়ী গ্রামের শরকোপ উল্লাহর ছেলে মোঃ জসিমুদ্দিন ও (২) একই উপজেলার বজরাটেক গ্রামের মৃত জমিন মহলতের ছেলে কয়েস মাহলত, লাল মুক্তিবার্তার ১জন (১) উপজেলার পঞ্চনন্দপুর গ্রামের মৃত হাজি ওসমান গনি মোল্লার ছেলে কলিমুদ্দিন বিশ্বাস, এবং যুদ্ধাহত ২জন (১) উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের মৃত লাল মোহাম্মদ সরদারের ছেলে মোঃ হাসম উদ্দিন ও (২) একই উপজেলার আলমপুর গ্রামের মৃত আ: হাকিমের ছেলে মোঃ একরাম হোসেন সঠিক বলে বাছাই কমিটি ঘোষণা প্রদান করেন। বাতিল ১৫৫জনের মধ্যে ৪জন ভাতাভোগী রয়েছেন। উল্লেখ্য এ যাচাই-বাছাই প্রক্রিয়া সোমবার বিকাল পর্যন্ত চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *