ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলাহাট প্রেস ক্লাবে সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে। ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, ভোলঅহাট উপজেলার চাহিদা পুরণ করে দেশের অভ্যন্তরে মাছ সরবরাহ করা হয়। ভোলাহাটে মোট ২ হাজার ৬শত ১২ মেঃ টন মাছ উৎপাদন হয়। উপজেলার মোট ১ হাজার ৫শত ৯৫ মেঃ টন চাহিদা পুরণ করে অতিরিক্ত ১শত ১৭ মেঃ টন মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরা হয়ে থাকে। তিনি বলেন বর্তমান সরকার জেলেদের উন্নয়নে ভোলাহাটের মোট ৮শত ১৮ জন জেলের মধ্যে ৬শত ১৫জনকে স্মাট কার্ড প্রদান করা হয়েছে বাঁকীদের দ্রুত স্মাট কার্ড প্রদান করা হবে বলে জানান। াে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মাজহারুল ইসলাম, নাজমুল হোদা, লিফ মেরাজুদ্দিন, আনারুল ইসলাম ও মাইনুল ইসলাম। এ ছাড়া প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক গোলাম কবিরসহ অন্যান্য সদস্যগণ। উল্লেখ্য গত ১৯ জুলাই জাকীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী ও রেশমাতুল আরশ রেখা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও আব্দুল কাদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলোচনা সভায় সফল মৎস্য চাষী ওয়াজেদ আলী, জিন্নুর আলী ও ওয়াহিদকে পুরুস্কৃত করা হয়।