ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আয়োজিত যায়যায়দিন পত্রিকার ১৩ বছরে পর্দাপণ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টার দিকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে ভোলাহাট প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মেডিকেল মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এ শেষ হয়। পরে প্রেসক্লাব কক্ষে প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হক আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম কবির, ইউপি সদস্য ফাহাদ হোসেন ফারুক, কামাল উদ্দিন, ইসলামাইল হোসেন, সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামসহ অন্যরা।