ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটে হাফিজিয়া মাদরাসার এক শিক্ষার্থী ৪দিন ধরে নিখোঁজ হওয়ায় বাবা মার আহাজারি। ভোলাহাট থানা সূত্রে জানা গেছে, উপজেলার পোল্লাডাঙ্গা জিন্নাহনগর গ্রামের শাহবুদ্দিন রহমানের ছেলে পোল্লাডাঙ্গা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তুষার আহমেদ বাবার মার অগোচরে ৭ জুলাই বিকেল ৪টার দিকে বাড়ীর কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের বাড়ী খোঁজা-খোঁজি করেও ৪দিন অতিবাহিত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তুষারের উচ্চতা ৪ফুট ৬ইঞ্চি, গায়ের রং-সাদা, হারিয়ে যাওয়ার সময়- জুব্বা ও মাথায় টুবি ছিল এবং মাথার চুল কালো। তুষার হারিয়ে যাওয়ায় ভোলাহাট থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। ডাইরী নং-৩৯৪ তারিখ ১০/০৭/১৮। ভোলাহাট থানার বেতার বার্তা নং ৬২ ও তুষারের খোঁজ পেলে তার বাবা শাহবুদ্দিনের মোবাইল নং-০১৭৪৭৬৫০০৫৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তুষার ১০ পারা কোরআন শরীফের হাফেজ।