ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটের ২টি হাফেজিয়া মাদরাসায় ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়েছে। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের বজরাটেক আলীসাহাসপুর গ্রামে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিম খানায় ৪০জন ও পোল্লাডাংগা গোরস্থান হাফেজিয়া মাদরাসার ৬০জন শিক্ষার্থীসহ মেডিকেল মোড়ের কিছু অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলি মুনিমুল হক, ভোলাহাট প্রেসক্লবের সাধারণ সম্পাদ গোলাম কবির, সাংবাদিক শাহ কবির ও মহসীনুর রহমান উপস্থিত ছিলেন।